নিজস্ব প্রতিবেদক:
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা, শিশু হত্যাসহ চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নানাভাবে প্রতিবাদ চলছে। তবে এবার প্রতিবাদটা এসেছে সাইবার ফ্রন্ট থেকে।
বাংলাদেশি সাইবার অ্যাক্টিভিস্ট টিম DCG (DARK CYBER GANG) ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও তার মিত্র আমেরিকার বিরুদ্ধে চালিয়েছে একের পর এক সফল সাইবার অপারেশন।
টিমটির পক্ষ থেকে জানানো হয়েছে:
“আমরা আর চুপ করে বসে নেই। ফিলিস্তিনে প্রতিটি শহীদের রক্তের হিসাব নেওয়া হবে । আমাদের এই সাইবার প্রতিরোধ চলছে, চলবে ইনশাআল্লাহ!”
DCG টিম জানিয়েছে, “আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। আলহামদুলিল্লাহ, আমরা ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলায় সফল হয়েছি এবং ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
DCG-এর গর্বিত সাফল্যসমূহ:
*১,৫০,০০০ ইসরায়েলি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস:
ইসরায়েলি জনগণের বড় এক ডেটাবেইসে প্রবেশ করে তাদের নাম, ফোন নম্বর, ঠিকানাসহ অন্যান্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে DCG।
*১০টি মার্কিন কোম্পানির কর্মীদের পাসপোর্ট লিক:
‘ডার্ক সাইবার গ্যাং’-এর সহায়তায় এই ডেটা লিক করেছে, যাতে কোম্পানিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
*২০০০+ FBI এজেন্টের আসল নাম ও ইমেইল ফাঁস:
FBI-এর অভ্যন্তরীণ সার্ভার হ্যাক করে তাদের এজেন্টদের আসল নাম, যোগাযোগ মাধ্যম ফাঁস করে পুরো গোয়েন্দা দপ্তরে আতঙ্ক ছড়িয়েছে।
*২০টি ইসরায়েলি সিসিটিভি ও ওয়েবক্যাম হ্যাকড:
যুদ্ধকালীন সময়ে নজরদারির জন্য ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা এবং ওয়েবক্যামগুলো হ্যাক করে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে DCG।
DCG জানায়,আমাদের এই সাইবার প্রতিরোধ একদিন থেমে যাবে না। এটা কেবল শুরু। যতদিন না অন্যায় থামে, ততদিন আমরা আছি, থাকব ইনশাআল্লাহ।”
আমরা থামি না, প্রতিবাদ থামে না! ইনশাআল্লাহ সামনে আরও বড় কিছু আসছে।