1. live@www.fenirkhobor24.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.fenirkhobor24.com : ফেনীর খবর :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেনী সোনাগাজীতে বোরকা পরে মোটরসাইকেল থেকে ফেলে কুপিয়ে হত্যা, পা ও কব্জি বিচ্ছিন্ন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুর ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্স দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে শেখ হাসিনার সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী সম্পাদকীয় কলাম – যে দেশে মানুষের জীবন খুবই তুচ্ছ !! পারভেজ তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে কুমিল্লা নাঙ্গলকোটে শিকল দিয়ে হাত পা বেঁধে গৃহবধূকে গণধর্ষণ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট,আটক-১ধর্ষক সাউথ আফ্রিকায় ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন দেশ ও প্রবাসী সকল বাংলাদেশিদের প্রতি বিশিষ্ট ব্যবসায়ী সাহাদাত হোসাইন এর শুভেচ্ছা বার্তা ৪নং ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা শাহজালাল এর উদ্যেগে দক্ষিণ মজলিশ পুর রিভার্স কর্তৃক আয়োজিত মরহুম আরাফাত রহমান (কোকো) স্মৃতি দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়। “হ্যাকিং নয়, এটা প্রতিবাদ! ফিলিস্তিনের রক্তে জবাব দিচ্ছে DCG!” স্টার লাইন পরিবহন: একচেটিয়া দাপটের শেষ কোথায়? ফেনী শিশু নিকেতন স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

ফেনী সোনাগাজীতে বোরকা পরে মোটরসাইকেল থেকে ফেলে কুপিয়ে হত্যা, পা ও কব্জি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নে পূর্ববিরোধের জের ধরে মো. আবুল হাশেম (৪২) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার পা ও হাতের কব্জি বিচ্ছিন্ন করে মৃত নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মো. রাসেল নামে একজনকে আটক করেছে।

মঙ্গলবার ভোরে চরছান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার ইসলামপুর হাজীর ফার্মের সামনে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবুল হাশেম চরদরবেশ ইউনিয়নের মো. আব্দুল শুকুরের ছেলে।

এলাকাবাসী ও নিহতের মা পারুল আক্তার জানান, ৯৬ সালে চলাচলের জায়গা নিয়ে বিরোধ হয়। জায়গার বিরোধ নিয়ে আমার স্বামী আব্দুল শুকুরকে তারা মেরে পঙ্গু করে দেয়। ৫ বছর পর্যন্ত বাড়িছাড়া হয়ে তারা সোনাগাজীতে এসে বাসাভাড়া থাকেন। আমার ছেলেকে হত্যা করার আগে সুফিয়ান মেম্বারের ঘরে বসে গোপন বৈঠক হয়। ওই বৈঠকে জিয়া উদ্দিন, রুবেল, মো. আকন, ননা মিয়া, আক্তারসহ মুখোশধারী কয়েকজন পরিকল্পনা করে। মৃত্যুর আগে আমার ছেলে তাদের নাম বলে যায়। এর আগেও উপজেলার সওদাগর হাটে রাত ৩টায় একটি দোকানে বৈঠক করে হত্যাকারীরা।

তিনি আরও বলেন, আমার ছেলে সবসময় ফজরের আজান দিলেই মোটরসাইকেল নিয়ে বের হয়ে যেত। আমাদের ৫০টিরও বেশি মহিষ ছিল; সেগুলোও তারা বিভিন্ন সময় চুরি করে নিয়ে যায়। মহিষের দুধ ও মহিষ বিক্রি করে অর্থ উপার্জন করে পরিবার চালাত আমার ছেলে। আমার পরিবারের একমাত্র ভরসা যে ছিল তাকেই খুন করা হয়েছে, এখন থেকে কে আমাদের দেখাশোনা করবে?

নিহতের মা আরও জানান, মঙ্গলবার ভোরে মহিষ বিক্রির নগদ ২ লাখ টাকা নিয়ে সোনাগাজী থেকে মোটরসাইকেল নিয়ে ওলামা বাজার পার হয়ে ইসলামপুর হাজীর ফার্মের সামনে পৌঁছলে বোরকা ও মুখোশ পরে ওতপেতে থাকা হত্যাকারীরা রাস্তার দুইপাশে রশি টেনে তাকে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তার উপর ফেলে দিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং হাতের কবজি ও পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করে। নিহতের মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে চাইনিজ কুড়াল ও দায়ের ও রডের আঘাতের চিহ্ন রয়েছে।

সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেন, নিহত আবুল হাশেম সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম গিয়াস উদ্দিন চেয়ারম্যানের লোক হওয়ায় তার ওপর আরও ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র করে হত্যাকারীরা। তাকে ও তার পরিবারকে বিগত পাঁচটি বছর গ্রামের বাড়িতে থাকতে দেয়নি। তাকে একটি হত্যা মামলার আসামি বানিয়েও তিন বছরের মতো হয়রানি করে তারা।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন নামে এক টমটম চালক জানান, তার বাড়ির সামনে ভোরে ৩ জন লোক কালো বোরকা ও মুখোশ পরে হাঁটাহাঁটি করছিলেন। তখন আমি আমার টমটম নিয়ে সোনাগাজীর দিকে চলে যাই। যাওয়ার কিছুক্ষণ পর একজন আমাকে মোবাইল ফোনে কল করে জানান- একজন লোককে হত্যা করে রাস্তার উপর ফেলে দিয়েছে। বোরকা ও মুখোশ পরা লোকগুলোই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট